‘রাত আটটার পর না বেরোলে মেয়েরা চ্যাম্পিয়ন হবে কীভাবে?’—মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মিঠুনের

মালদা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়ের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত মন্তব্যকে নিশানা করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার মালদায় এক দলীয় কর্মসূচিতে তিনি বলেন, “মহিলাদের তো রাত আটটার পর বেরোতে মানা করেছেন। তাহলে তাঁরা চ্যাম্পিয়ন হবেন কীভাবে?” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।

সম্প্রতি ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের ফাইনাল শেষ হয় রাত ১২টার পর। সেই প্রেক্ষিতেই মিঠুনের এই কটাক্ষ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে দুর্গাপুরে এক ছাত্রী ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, “রাত গভীরে মেয়েটি জঙ্গলে কী করছিল?”—যা নিয়ে বিস্তর সমালোচনা হয়। যদিও মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে।

মালদার সভায় মিঠুন আরও জানান, “বিজেপি ক্ষমতায় এলে মহিলারা যখন খুশি, তখন বেরোতে পারবেন। সিনেমা দেখতে যাবেন, আর দুষ্কৃতীরা থাকবে ঘরের ভিতর।” একইসঙ্গে তিনি ঘোষণা করেন, প্রতিটি বিধানসভা এলাকায় ১৫০ জন করে ‘মিঠুন যোদ্ধা’ গঠন করা হবে, যারা দলীয় কর্মীদের পাশে থাকবেন। এছাড়া শাসকদলের ‘নির্যাতন’ মোকাবিলায় তৈরি হচ্ছে ‘ক্যুইক রেসপন্স টিম’ বলেও জানান তিনি।

About The Author