“পশ্চিমবঙ্গ একমাত্র ধর্মশালা, যেখানে অনুপ্রবেশকারীরা খাটিয়া পেতে শুয়ে থাকে”—SIR ইস্যুতে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী

কলকাতা: “পশ্চিমবঙ্গ একমাত্র ধর্মশালা, যেখানে অনুপ্রবেশকারীরা খাটিয়া পেতে শুয়ে থাকে”—SIR ইস্যুতে বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর! বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন মন্তব্য যোগ করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাওড়ায় বিজেপির কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ হল একমাত্র ধর্মশালা, যেখানে অনুপ্রবেশকারীরা খাটিয়া পেতে আরামে শুয়ে থাকে।” তাঁর অভিযোগ, SIR নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে ভয়ের আবহ তৈরি করছে, যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।

মিঠুন প্রশ্ন তোলেন, “নির্বাচন কমিশন কোথাও বলেনি, হিন্দুদের বা ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেবে না। তবে কি অভারতীয়দের জন্যই পথে নামছে তৃণমূল?”

তিনি আরও বলেন, “ভৌতিক ভোট চলে গেলে ভয় দেখানো ছাড়া আর কোনও অস্ত্র থাকবে না। তাই এত ভয়।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। কেউ একে অভিবাসন সংক্রান্ত উদ্বেগের প্রকাশ বলছেন, কেউ বলছেন সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষা। তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

About The Author