“এমন বাঁধ বানাব, ভারতীয়দের প্রস্রাবেই সুনামিতে ভেসে যাবেন: বিলাবলকে রগড় মিঠুনের”

এমন বাঁধ বানাব, ভারতীয়দের প্রস্রাবেই সুনামিতে ভেসে যাবেন: বিলাবলকে রগড় মিঠুনের

“আমরা এমন একখানা বাঁধ বানাব, যেখানে দেশের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধের জল ছেড়ে দিলে সুনামি তৈরি হবে।”

নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি সম্প্রতি সিন্ধু প্রদেশে এক সরকারি অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, ভারতের সঙ্গে নতুন কোনও চুক্তি হলে পাকিস্তান সিন্ধু নদী ও তার পাঁচ উপনদীর দখল নেবে।

এই মন্তব্যের জবাবে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, “এভাবে কথা বলতে থাকলে যদি আমাদের মাথা গরম হয়ে যায়, তবে একের পর এক ব্রহ্মোস মিসাইল ছোড়া হবে।” এরপর আরও চটুল ভঙ্গিতে যোগ করেন, “আমরা এমন একখানা বাঁধ বানাব, যেখানে দেশের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধের জল ছেড়ে দিলে সুনামি তৈরি হবে।”

তবে মিঠুন স্পষ্ট করে দেন, এই মন্তব্য পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশে নয়— “সবই বলেছি শুধু বিলাবল ভুট্টোর জন্য।”

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও আমেরিকা থেকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন। ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার কেন্দ্রে আবারও উঠে এল ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি, যা ভারত গত এপ্রিলেই স্থগিত করেছিল পহেলগামের জঙ্গি হামলার পর।

About The Author