‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ যার মুখের এমন সংলাপ বিনোদন জগতে ভাইরাল সেই মিঠুন চক্রবর্তী, ‘মহাগুরু’ পেলেন পদ্মভূষণ।
পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়ে দারুন খুশি অভিনেতা। ভিডিও বার্তায় মিঠুন জানালেন, এই সম্মান তাঁর সব ভক্তদের জন্য উৎসর্গ করছেন তিনি।’
অবশ্য রাজনৈতিক মহলে আলোচনার অন্ত নেই। মিঠুনের সম্মান পাওয়া নিয়ে তৃণমূল মুখপাত্র কুনালের দাবি, লোকসভার আগে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং অপ্রচারের পুরস্কার দিল বিজেপি।
প্রজাতন্ত্র দিবসের আবহে পদ্ম পুরস্কারের প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র। লোকসভা নির্বাচনের আগে মিঠুনকে পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে। অবশ্য তাঁর সঙ্গে ঊষা উত্থুপও পাবেন এই সম্মান।
এই সম্মান পেয়ে গর্বিত এবং আনন্দিত অভিনেতা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমি কখনও নিজের জন্য কারও কাছ থেকে কিছু চাইনি। কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ, তা আজকে উপলদ্ধি করছি। এই সম্মান আমার সমস্ত ভক্তদের উৎসর্গ করছি। যাঁরা এতদিন ধরে নিস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন তাঁদেরকে উৎসর্গ করছি।’
২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। যদিও ভোটে লড়েননি তিনি। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে মিঠুনকে এই সম্মান প্রদান আলাদা নজর কেড়েছে।