প্রবল বৃষ্টিতে মিরিকে ধস! পাহাড়ি বস্তিতে মৃত্যু মিছিল, পরপর উদ্ধার হচ্ছে দেহ

শিলিগুড়ি: উত্তরবঙ্গের মিরিক পাহাড়ে ভয়াবহ ধসের ঘটনায় মৃত্যু মিছিল অব্যাহত। শনিবার গভীর রাতে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি বস্তির একাংশ ধসে পড়ে, মাটির নিচে চাপা পড়ে বহু ঘরবাড়ি। এখনও পর্যন্ত ৭টি দেহ উদ্ধার হয়েছে, এবং উদ্ধারকাজ চলছে অবিরাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত তিনটি পরিবার। মৃতদের মধ্যে রয়েছেন শিশু ও বৃদ্ধও। রাতের অন্ধকারে হঠাৎ ধস নামায় অনেকেই ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছেন।

প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। এদিকে, শিলিগুড়ি থেকে মিরিকে যাওয়ার রাস্তায় দুধিয়া সেতু ভেঙ্গে পড়েছে। পাহাড়ি অঞ্চলে এমন দুর্যোগে আতঙ্ক।

পর্যটকদের নিরাপত্তার স্বার্থে মিরিকগামী রাস্তাগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জুড়ে জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এই ধসের ঘটনায় পাহাড়ি জনজীবন বিপর্যস্ত। প্রশাসন ও স্থানীয়রা একযোগে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

About The Author