এক বছরের বিরতির পর সোনালি প্রত্যাবর্তন—কমনওয়েলথে ইতিহাস গড়লেন মীরাবাই চানু

এক বছর ধরে প্রতিযোগিতার বাইরে ছিলেন। প্যারিস অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করার পর অনেকেই ভেবেছিলেন, হয়তো আর ফিরে আসা হবে না। কিন্তু মীরাবাই চানু প্রমাণ করলেন, তিনি হার মানার মানুষ নন।

আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে ১৯৩ কেজি তুলে সোনা জিতলেন তিনি। শুধু তাই নয়, স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট ওজন—তিন বিভাগেই কমনওয়েলথ রেকর্ড ভেঙে দিলেন।

মীরাবাইয়ের এই জয় শুধু একটি পদক নয়, এটি তাঁর মানসিক দৃঢ়তা, অধ্যবসায় এবং প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। দীর্ঘ বিরতির পর এমন পারফরম্যান্সে মুগ্ধ গোটা দেশ। মালয়েশিয়া ও ওয়েলসের প্রতিযোগীরা যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পেলেও, মীরাবাই ছিলেন একক আধিপত্যে।

এই জয় তাঁকে সরাসরি যোগ্যতা দিল ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসের জন্য। মীরাবাই চানুর এই প্রত্যাবর্তন কেবল ক্রীড়াজগতের নয়, গোটা জাতির অনুপ্রেরণা।

  • প্যারিস অলিম্পিকে চতুর্থ হয়ে থেমে যাননি মীরাবাই। এবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে রেকর্ড ভেঙে জয় ছিনিয়ে নিলেন তিনি।

About The Author