মালদা: SIR নিয়ে এবার রাজ্যের মন্ত্রীকেই নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এই ঘটনায় জেলা ও রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
মন্ত্রী তাজমুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার নাম ও বাবার নাম ২০০২ সাল থেকেই একই রয়েছে। কোনও পরিবর্তন হয়নি। সমস্ত নথি ঠিক থাকা সত্ত্বেও আমাকে নোটিশ পাঠানো হয়েছে। এটি অযৌক্তিক ও হয়রানিমূলক।” তিনি নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
তবে তিনি জানিয়েছেন, আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে আগামী ২৯ জানুয়ারি নির্ধারিত শুনানিতে তিনি উপস্থিত থাকবেন। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা মালদায় তিন ঘণ্টা ধরে পথ অবরোধ করেন। তাঁদের দাবি, মন্ত্রীকে নোটিশ পাঠানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অবরোধের ফলে যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
রাজনৈতিক মহলের মতে, SIR প্রক্রিয়া নিয়ে রাজ্যে যে অশান্তি তৈরি হয়েছে, এই ঘটনা তা আরও উস্কে দিল। বিরোধীরা বলছে, নির্বাচন কমিশন নিয়ম মেনে কাজ করছে, আর তৃণমূলের দাবি এটি প্রশাসনিক হয়রানি।

