পাকিস্তানে ২৫ বছরের যাত্রার ইতি, ব্যবসা গুটিয়ে নিল মাইক্রোসফ্‌ট

রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং বিনিয়োগে অনিশ্চয়তা—এই সব মিলিয়ে পাকিস্তান থেকে কার্যত পাততাড়ি গুটিয়ে নিল টেক জায়ান্ট মাইক্রোসফ্‌ট। 

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করার পর পাকিস্তান থেকে কার্যত ব্যবসা গুটিয়ে নিল বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্‌ট। ইসলামাবাদে সংস্থাটির স্থানীয় অফিসে এখন মাত্র পাঁচজন কর্মী রয়েছেন। বিশ্বজুড়ে চলমান ছাঁটাইয়ের প্রেক্ষাপটে এবং পাকিস্তানের রাজনৈতিক-অর্থনৈতিক অস্থিরতার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

২০০০ সালে পাকিস্তানে ব্যবসা শুরু করেছিল মাইক্রোসফ্‌ট। স্থানীয় প্রযুক্তিগত দক্ষতা ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহে ভাটা পড়ে। বিনিয়োগের অভাব, মুদ্রা মূল্যের পতন, প্রযুক্তি আমদানিতে বিধি-নিষেধ এবং অস্থিতিশীল কর কাঠামো—এই সব মিলিয়ে দেশটিতে টেক সংস্থাগুলির ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছে।

প্রাক্তন কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান এক সাক্ষাৎকারে বলেন, “এটা শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং দেশের গভীর কাঠামোগত সমস্যার প্রতিফলন।”

বিশ্লেষকদের মতে, শুধুমাত্র মাইক্রোসফ্‌ট নয়—গুগল, অ্যামাজন, ওরাকলের মতো অন্যান্য গ্লোবাল সংস্থাও পাকিস্তানে ভবিষ্যৎ বিনিয়োগের ব্যাপারে দোদুল্যমান। এই ঘটনা পাকিস্তানের টেক ইকোসিস্টেমের জন্য এক বড় সতর্ক সংকেত বলে মনে করা হচ্ছে।

About The Author