মেসির দেখা না পেয়ে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর! ২০ মিনিটেই মাঠ ছাড়লেন মেসি

কলকাতা: লিয়োনেল মেসিকে না দেখতে পেয়ে যুবভারতীতে দর্শকদের ক্ষোভ, ভাঙচুর ও বিশৃঙ্খলা। নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়ে জনতা।

লিয়োনেল মেসির কলকাতা সফর ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত রূপ নিল চরম বিশৃঙ্খলায়। শনিবার সকাল সাড়ে এগারোটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছন মেসি, সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পল। কিন্তু মাঠে প্রবেশের পরই তাঁকে ঘিরে ধরেন মন্ত্রী ও কর্তা-ব্যক্তিরা। ফলে গ্যালারি থেকে দর্শকরা প্রিয় তারকাকে দেখতে পাননি। টিকিট কেটে আসা হাজারো ফুটবলপ্রেমী ভরসা করেছিলেন জায়ান্ট স্ক্রিনে, কিন্তু সেখানেও মেসির উপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়েনি।

প্রায় ১৬-১৭ মিনিট মেসি মাঠে থাকলেও দর্শকদের হতাশা ক্রমশ ক্ষোভে পরিণত হয়। গ্যালারির চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া, হোর্ডিং ভাঙা শুরু হয়। এক সময় ফেন্সিং ভেঙে হাজার দুয়েক মানুষ মাঠে ঢুকে পড়ে। পুলিশ লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। মেসিকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, আর তখনই উত্তেজনা চরমে পৌঁছায়।

ফুটবলপ্রেমীদের অভিযোগ, পরিকল্পনার অভাব ও নেতাদের ভিড়ের কারণে তাঁরা মেসিকে দেখতে পাননি। অনেকের মতে, যদি মেসিকে মাঠে ঘুরিয়ে দেখানো হতো, তবে এই বিশৃঙ্খলা এড়ানো যেত। শেষ পর্যন্ত মেসির সফর কলকাতার জন্য হয়ে উঠল লজ্জাজনক এক অধ্যায়.

About The Author