‘অনুপ্রেরণার প্রতিমূর্তি!’ মোদীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা ইতালির প্রধানমন্ত্রী মেলোনির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে বিশ্বজুড়ে নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় বিশেষভাবে নজর কাড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এক আন্তরিক বার্তায় তিনি মোদীর নেতৃত্ব, দৃঢ় সংকল্প এবং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠার ক্ষমতার প্রশংসা করেন।

X-এ পোস্ট করা একটি সেলফির সঙ্গে মেলোনি লেখেন, “ভারতের প্রধানমন্ত্রী @narendramodi-কে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা। তাঁর শক্তি, দৃঢ় সংকল্প এবং নেতৃত্বের ক্ষমতা অনুপ্রেরণার উৎস। বন্ধুত্ব ও শ্রদ্ধার সঙ্গে তাঁর সুস্বাস্থ্য কামনা করি, যাতে তিনি ভারতকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।”

বলাই বাহুল্য, মেলোনির এই বার্তা শুধু শুভেচ্ছা নয়, বরং ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতার প্রতিফলন। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে মোদীর প্রশংসা করেছেন মেলোনি, এমনকি তাঁদের একত্রে তোলা ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে #Melodi হ্যাশট্যাগ।

  • ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মোদীর জন্মদিনে পাঠালেন আন্তরিক শুভেচ্ছা। তাঁর নেতৃত্ব ও শক্তিকে বললেন “অনুপ্রেরণার উৎস”। ‘Melodi’ হ্যাশট্যাগে ফের উষ্ণতা ভারত-ইতালি সম্পর্কে।

About The Author