আকাশ থেকে ভেঙ্গে পড়ল মেডিকেল বিমান! মা-শিশু সমেত ৬ জনের মৃত্যু

জরুরী চিকিৎসার জন্য এক শিশুকে নিয়ে উড়ে যাচ্ছিল মেডিকেল বিমান। সোজাসুজি ভেঙ্গে পড়ল শহরের ওপর। ওয়াশিংটনের পর ফের বিমান দুর্ঘটনা মার্কিন মুলুকে। এবার ফিলাডেলফিয়ায়। মেডিকেল বিমান ভেঙ্গে মৃত্যু হল মা ও শিশুর।

বিমানে থাকা একটি শিশুকে জরুরী মেডিকেল পরিষেবার জন্য মেক্সিকোর তিজুয়ানাতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই বিমানে মেয়েটির মা ছিলেন। তাছাড়া বিমানের দুই চালক এবং একজন ডাক্তার এবং একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। শিশুটি বেঁচে থাকার জন্য অনেক লড়াই করেছিল। তবে দুর্ভাগ্যবশত, বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা।

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্সের মুখপাত্র সংবাদপাত্রকে জানিয়েছেন, একটি ছোট মেডিকেল পরিবহন বিমান উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার বেশ কয়েকটি ভবন ও শপিং মলের সামনে ভেঙ্গে পড়ল। বাড়িঘর এবং যানবাহনে আগুন লেগে যায়। বিমানে ছ’জন ছিলেন বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে নিচে স্থানীয়রাও আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় জেটটি একটি মেডিকেল পরিবহন মিশনে ছিল এবং এতে চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী এবং রোগীর এসকর্ট ছিল, জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স, একটি মেডিকেল বিমান সংস্থা, একটি বিবৃতিতে বলেছে।

About The Author