আরজি করের ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যু! প্রেমিকের বিরুদ্ধে থানায় গেল পরিবার

মালদা: আর জি করের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আবারো এক আর জি করের আদিবাসী জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজ্যজুড়ে।

অভিযুক্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক। পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ জমার পরও নিষ্ক্রিয় পুলিশ। এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত পড়ুয়া চিকিৎসক। আর এই ঘটনা আবারো আর জি করের আবহাওয়া তৈরি করেছে।

ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক নিজে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্র। নাম উজ্জ্বল সরেন।

মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সরেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্রী। মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। প্রেমিক উজ্জলের বাড়ি পুরুলিয়াতে।

বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা গত সোমবার মালদায় এসেছিল। এরপর এরা দুজন মালদা শহরের একটি হোটেলে ছিল। সেখানেই
অসুস্থ হয়ে পড়ে আর জি করের ওই ডাক্তারি পড়ুয়া।

এরপর তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কলকাতা নিয়ে যাওয়ার পথে গতকাল গভীর রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। পরিবারের অভিযোগ ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল। পরিবারের অনুমান গর্ভবতী ছিল তাদের মেয়ে। এই কারণে উজ্জ্বলকে রেজিস্ট্রির কথা বলে অনিন্দিতা।

এই নিয়ে তাদের মধ্যে মন কষাকষি চলছিল সেই সঙ্গে অনিন্দিতার ওপর বিভিন্ন রকম ভাবে মানসিক অত্যাচার করতে উজ্জ্বল বলে অভিযোগ পরিবারের। এদিকে এই ঘটনার পর থেকেই উজ্জ্বল বেপাত্তা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করছে ইংরেজবাজার থানার পুলিশ।

About The Author