লন্ডন সফরে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হল বাংলাদেশের প্রধান উপদ্বেষ্টা মহম্মদ ইউনুসকে। বিদেশের মাটিতে তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান দিল বাংলাদেশেরই প্রবাসী জনতা। শুধু তাই নয়, এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে ছিল ইউনুসের। তবে সেই বৈঠকও বাতিল হয়েছে বলেই জানা গেল।
বাংলাদেশের জাতীয় নির্বাচন সংক্রান্ত আলোচনা করতে মঙ্গলবার ব্রিটেনের বাসিন্দা এক বিএনপি নেতার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে যান ইউনুস। তবে লন্ডনের মাটিতে ইউনুস পা রাখার পরই বিক্ষোভে ফেটে পড়েন লন্ডনে বসবাসকারী বাংলাদেশিদের একাংশ। জানা গেল, বিক্ষোভকারিরা আওয়ামী লিগের সমর্থক।
মঙ্গলবার সকালে ইউনুসের হোটেলের বাইরে আওয়ামি লিগের ব্যানারে বিক্ষোভ দেখান তাঁরা। বাংলাদেশে নৃশংসতার জন্য ইউনূসকে দায়ী করে তাঁরা বিক্ষোভ দেখান। এমনকি, কুশপুতুলে জুতোর মালাও পরানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশের মাটিতে মৌলবাদীদের প্রস্রয় দিচ্ছেন ইউনূস। বিক্ষোভকারীদের অভিযোগ, আততায়ীদের হামলায় মৃত্যুভয়ে যেসব নেতারা বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন তাঁদের বেছে বেছে মামলা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, দ্রুত নির্বাচনের দাবির পাশাপাশি সেই নির্বাচনে আওয়ামি লিগকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা।

