Maynaguri Train accident: ‘অশরীরী’ খুঁজতে রাতের অন্ধকারে দুর্ঘটনাস্থলে হাজির বিডিও

ট্রেন দুর্ঘটনার পর থেকেই দোমহনির ওই এলাকায় অশরীরী আত্মার আনাগোনা শুরু হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। তাদের মন থেকে ভূতের ভয় দূর করতে এবার ‘অশরীরীদের আড্ডায়’ হানা দিলেন খোদ বিডিও ও তার দলবল। টর্চ লাইট আর জোরালো আলোয় তল্লাশি চলল ময়নাগুড়ির দোমহীনিতে বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে।

সম্প্রতি ময়নাগুড়ির দোমহানির ট্রেন দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে অশরীরী আত্মার আনাগোনা শুরু হয়েছে বলে দাবি এলাকাবাসীর। স্বাভাবিকভাবেই গোটা এলাকা রাতের বেলা তো বটেই এমনকি দিনের বেলায় প্রেতাত্মার আতঙ্কে ভুগছেন স্থানিয় বাসিন্দারা। ঘটনাস্থলের ধারে কাছে যাদের জমি রয়েছে তারাও ওমুখি হতে চাইছেন না তেনাদের ভয়ে। আর এর কারণেই বিভিন্ন এলাকায় হরি নাম কীর্তন সহ বাইরে থেকে ভূত ভাগানোর ওঝা এনে অশরীরী আত্মা থেকে মুক্তি পাওয়ার চেষ্টার কাজ চলছে বলেই জানান গ্রামবাসীরা। পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠছে দেখে  গ্রামবাসিদের মন থেকে ভূতের ভয় তাড়াতে রাতে দলবল নিয়ে দুর্ঘটনাস্থলে হাজির হলেন ময়নাগুড়ির বিডিও শ্রুভ্র নন্দী।

শনিবার রাতে ময়নাগুড়ির বিডিও সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা ওই এলাকা পরিদর্শন করেন। দুর্ঘটনাস্থল ঘুরে ফিরে তদন্ত করেও অলৌকিক কিছু পাননি তারা। এনিয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামবাসীরা আতঙ্কে ভুগছেন। এখানে অলৌকিক কিছু যে নেই তা সাধারণ মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা হচ্ছে বলে জানান বিডিও শুভ্র নন্দী।

About The Author