ওডিশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হল ময়নাগুড়ি মাধবডাঙ্গার যুবক তরুণ রায়ের। বাইরে কাজের উদ্দেশে যাওয়ার সময় ঘটল অঘটন। তরুনের মত অন্তত ৩০০ জনের প্রাণ গিয়েছে শুক্রবার সন্ধ্যার ঘটনায়।
বছর ৩২-এর তরুণের মৃত্যুতে বিন্নাবাড়ি এলাকায় শোকের ছায়া। ইতিমধ্যেই তরুণের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে সমবেদনা জানিয়েছেন সাংসদ জয়ন্ত রায় এবং বিধায়ক খগেশ্বর রায়।। শনিবার বিকেলে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু এই খবর জানিয়েছেন। শুক্রবার দুর্ঘটনার পর থেকে নিখোজ ছিলেন তরুণ। এদিন বিকেলে প্রশাসনের তরফ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। সোমবার দেহ পৌঁছোতে পারে ময়নাগুড়িতে।

