৬৭ তলায় ভয়াবহ আগুন! দুবাইয়ের বহুতলে হুড়োহুড়ি

দুবাইয়ের মেরিনায় ৬৭ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ৩ হাজার ৮০০ জনেরও বেশি লোকজনকে দ্রুত নামিয়ে আনা হল। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

শনিবার ভোরে টাইগার টাওয়ার নামে পরিচিত ভবনটিতে আগুন লেগে যায় বলে খবর। দুবাই সিভিল ডিফেন্স দল আগুন নেভানোর জন্য প্রায় ছয় ঘন্টা টানা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই ভবনটিতে ৭৬৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকেই নামিয়ে আনা হয়।

তবে এত বড় ভবনে আগুন লাগল কিভাবে? প্রাথমিক ভাবে আগুনের বিষয়টি বেশিরভাগ বাসিন্দাই জানতেন না, কারণ তারা ঘুমিয়ে ছিলেন এবং ঘটনাটি সম্পর্কে অবগত ছিলেন না।

দমকলকর্মীরা ভবনে প্রবেশ করে সকল বাসিন্দার দরজায় কড়া নাড়েন, সবাইকে সতর্ক করার জন্য ঘণ্টা বাজান। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ভবনে তৃতীয়বারের মতো আগুন লেগেছে। এর আগে, ২০১৫ সালে, ৪৭তম তলার রান্নাঘরে আগুন লেগে ৪৮তম তলায় ছড়িয়ে পড়ে। এছাড়াও, ২০১৭ সালে, এই ভবনে আগুন লেগেছিল।

About The Author