গুজরাতে হঠাৎ একসঙ্গে ইস্তফা সব মন্ত্রীর! ভোটের আগে BJP-র কৌশল কি?

গুজরাতে একযোগে ইস্তফা দিলেন ১৬ মন্ত্রী। ভোটের আগে বিজেপির কৌশলগত রদবদল, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে।

বিধানসভা ভোটের এখনও এক বছরের বেশি বাকি, কিন্তু তার আগেই রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের কাছে একযোগে ইস্তফা জমা দিলেন রাজ্যের ১৬ জন মন্ত্রী—আটজন পূর্ণমন্ত্রী ও আটজন প্রতিমন্ত্রী। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এটি দলীয় কৌশলের অঙ্গ, যার মাধ্যমে মন্ত্রিসভা ঢেলে সাজিয়ে ভোটের আগে নতুন বার্তা দিতে চাইছে দল।

এই পদক্ষেপে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের গদির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও বিজেপির অন্দরমহলে ইঙ্গিত, আপাতত ভূপেন্দ্রই থাকছেন মুখ্যমন্ত্রী। এর আগে ২০১৬ সালে আনন্দীবেন পটেল এবং ২০২১ সালে বিজয় রূপাণীকেও মেয়াদ শেষের আগেই ইস্তফা দিতে হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও ‘শীর্ষ নেতৃত্বের নির্দেশে’ এই রদবদল বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতির পদেও পরিবর্তন হয়েছে—সিআর পাতিলের জায়গায় এসেছেন অনগ্রসর শ্রেণির নেতা জগদীশ বিশ্বকর্মা। সব মিলিয়ে, ২০২৭-এর ভোটের আগে গুজরাতে বিজেপি যে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে, তা স্পষ্ট। তবে এই রদবদলের পরেও ভূপেন্দ্র পটেলের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা স্থায়ী, তা নিয়ে জল্পনা কিন্তু থামছে না।

About The Author