ট্রাম্প নন! নোবেল শান্তির মঞ্চে মারিয়া কোরিনা মাচাদো, গণতন্ত্রের লড়াইয়ে সম্মান

ভেনেজুয়েলার একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে নোবেল শান্তি পুরস্কার পেলেন মারিয়া কোরিনা মাচাদো। ট্রাম্পের নাম থাকলেও বাদ পড়লেন তিনি।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার জন্য তাঁকে এই সম্মান দিল নরওয়ের নোবেল কমিটি।

অসলোতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির চেয়ারম্যান জর্জেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, “ভেনেজুয়েলার বিভক্ত বিরোধী দলগুলিকে একত্রিত করে অবাধ নির্বাচনের দাবি তুলেছেন মারিয়া। তাঁর নেতৃত্বেই দেশে গণতান্ত্রিক চেতনা জেগেছে।”

৫৮ বছর বয়সী মারিয়া ভেনেজুয়েলার ‘লৌহ মানবী’ নামে পরিচিত। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এমনকি, তাঁকে হুমকি ও গ্রেফতারের মুখোমুখি হতে হয়েছে। তবু তিনি লড়াই থামাননি।

এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল, যার মধ্যে ছিল ডোনাল্ড ট্রাম্পের নামও। হোয়াইট হাউস থেকে তাঁকে “Peace President” বলে প্রচার করা হলেও শেষ পর্যন্ত পুরস্কার পাননি তিনি।

মারিয়া কোরিনা মাচাদো ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তিনি শিল্পপ্রযুক্তি ও অর্থনীতিতে স্নাতক, এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের World Fellows Program-এর অংশ ছিলেন।

About The Author