আইএসএল (Indian Super League)-এ খেলতে চলেছে রাজগঞ্জের ছেলে মনোজ মহম্মদ। সব ঠিক থাকলে চলতি মরশুমেই আইএসএল-এ দেখা যাবে মনোজকে। রাজগঞ্জে ইস্টবেঙ্গল অ্যাকাডেমির মাঠেই সকাল সন্ধ্যা নিজেকে তৈরি করছে মনোজ ওরফে জনি।
রাজগঞ্জ বাজার লাগোয়া বাবুপাড়ার বাসিন্দা মনোজ শুরু থেকেই ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে সে। মায়ের হাতেই সংসারের দায়ভার। অভাবের মধ্যে থেকেই পাঁকে পদ্ম ফোটার মত প্রতিভাত হয়েছে মনোজের প্রতিভা। রাজগঞ্জের মাঠে উত্তম চক্রবর্তী স্যারের হাতেই মনোজের উত্থান। বর্তমানে জাতীয় ফুটবলে পরপর সাফল্যের পর মনোজ এখন খেলার মাঠে চেনা মুখ। এবারে তার সামনে লক্ষ্য আইএসএল। এই মুহূর্তে রাজগঞ্জেই থেকেই আইএসএল-এর জন্য প্রস্তুত হচ্ছে। রোজই নিয়ম করে মাঠে প্র্যাকটিস চালিয়ে যেতে হচ্ছে তাকে।
মনোজ জানাল, এর আগে সে ইস্টবেঙ্গল-মহামেডানের হয়েও একাধিকবার খেলেছে। এবারে বাংলা ছাড়িয়ে আইএসএলের জন্য সুযোগ পেয়ে খুব খুশি। বাংলার দলগুলি দলে ডাকলেও এবারে আইসএল-এ খেলার সুযোগ হাতছাড়া করতে চায়না মনোজ। তার কথায়, কোচের কথামত অনুশীলন পর্ব চলছে। যদিও কোন দলের হয়ে আইএসএল-এ খেলবে, সে ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ জনি। পাশাপাশি, মনোজ এও জানাল, রাজগঞ্জের অ্যাকাডেমিতেই বর্তমানে জুনিয়রদের সঙ্গে খেলছে সে। তাদের অনেকের মধ্যেই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমির কনভেইনার অরবিন্দ শর্মা বলেন, মনোজ ঘরের মাঠে খেলে বড় হয়েছে। শুরু থেকেই তাঁর মধ্যে সেই প্রতিভা রয়েছে। মনোজের পাশাপাশি আরও অনেকেই রাজ্য এবং জাতীয় স্তরে সুযোগ পেয়েছে। তবে তার পাশাপাশি, তার গলায় আক্ষেপের সুরও ধরা পড়ল। অরবিন্দু বাবু জানান, যদি কোন সংস্থা এই অ্যাকাডেমিকে সাহায্য করেন তবেই রাজগঞ্জ থেকে বহু প্রতিভাবান খেলোয়াড়রা এর মাধ্যমে রাজ্য তথা জাতীয় স্তরে খেলার সুযোগ পাবেন।