Manipur landslide: ধসে মৃত ১১ জওয়ানের দেহ ফিরল রাজ্যে

মনিপুরে ভূমি ধসে ৬২ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। সেই তালিকায় রয়েছে এরাজ্যের ১০ এবং সিকিমের ১ জনের। শনিবার বাগডোগরা বিমান বন্দরে ফিরল ১১ জনের কফিন বন্দী দেহ। গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানালেন সকলে। এরপর দেহ তুলে দেওয়া হল মৃতের পরিবারের হাতে।

মনিপুরে ধসে এখনও পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আবারও সেখানে ধস নেমেছে। ধসে মৃতদের তালিকায় ছিলেন রাজ্যের ১০ জওয়ান। ৯ জন দার্জিলিং এবং ১ জন জলপাইগুড়ি জেলার বাসিন্দা। শনিবার সকালে দেহগুলি বাগডোগরার সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে গান স্যালুট দেওয়ার কথা। এর পর দেহগুলি তুলে দেওয়া হবে আত্মীয়দের হাতে।

নিহতদের মধ্যে রয়েছেন এ রাজ্যের ১০ জওয়ান। তাঁরা হলেন দার্জিলিঙের বাসিন্দা মিলন তামাং, দিনকর থাপা, বেঞ্জামিন, মার্কাস গুরুং, সীতারাম রাই, বিশাল ছেত্রী, বেধিয়ান রাই, ভূপেন রাই, লাডুপ তামাং এবং জলপাইগুড়ির বাসিন্দা শঙ্কর ছেত্রী। এ ছাড়াও রয়েছে সিকিমের বাসিন্দা শেরিং লেপচার দেহও।

About The Author