“সূর্যের তাপে সমুদ্র শুকায় না”, কালীপুজোর উদ্বোধনে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কলকাতা: “আমি শুধু গালাগালি খাই, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। ঠাকুর বলেছেন, সূর্যের তাপে কুকুর শুকাতে পারে, সমুদ্র শুকায় না।”—এই উদ্ধৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুর ভেনাস ক্লাবের কালীপুজোর শুভ উদ্বোধনে গিয়ে তিনি বলেন, “অনেকে বলছেন ফেস্টিভ্যাল ছেড়ে আমি কেন সেখানে গেলাম না। নেতারা আগেই গেলে রিসকিউ কাজ ব্যাহত হতো, আমরা সেটা চাই না।”

সম্প্রতি উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নাগরাকাটা, দুধিয়া সহ একাধিক ভাঙা ব্রিজ ও রাস্তার সংস্কার শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন আপদকালীন বাহিনী ও দমকল কর্মীদের, যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শত শত মানুষকে উদ্ধার করেছেন। তিনি বলেন, “যদি তাঁরা না যেতেন, তাহলে বহু মানুষের মৃত্যু হতে পারত।”

About The Author