‘মহাকুম্ভ না, ওটা এখন মৃত্যুকুম্ভ!’ মমতার সুরে সুর মেলালেন এই শঙ্করাচার্য

মহাকুম্ভ না, ওটা এখন মৃত্যুকুম্ভ! বিধানসভায় মমতার এমন মন্তব্য নিয়ে হইচই শুরু করেছে বিজেপি। সেখানে কার্যত উলটো পথে গিয়ে মমতার সুরেই কথা বললেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।

মহাকুম্ভে পরপর দুর্ঘটনা নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুম্ভে পরপর অগ্নিকাণ্ড, পদপিষ্টের ঘটনা এবং তার জেরে মৃত্যু। রাজ্য বিধানসভায় বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বার সেই সুরেই সমালোচনা শোনা গেল শঙ্করাচার্যের গলায়।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলছেন, ‘৩০০ কিলোমিটারের ট্র্যাফিক জ্যাম। এটা বিশৃঙ্খলা না হলে কোনটা বিশৃঙ্খলা? মালপত্র নিয়ে ২৫-৩০ কিলোমিটার হাঁটতে হচ্ছে লোকেদের… যে জলে স্নান করা হচ্ছে, সেটা অপরিষ্কার। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওই জল স্নানের যোগ্যই নয়। তা সত্ত্বেও সেখানে কোটি কোটি মানুষকে স্নান করানো হচ্ছে।’ তাঁর প্রশ্ন, ‘১২ বছর আগে থেকে জানা ছিল মহাকুম্ভ হবে। তাহলে কেন আগে থেকে গোছানো হয়নি?

About The Author