‘দেশজুড়ে প্রতিদিন অন্তত ৯০টি ধর্ষণের মতো ঘটনা ঘটছে’, বিষয়টি ভেবে ‘উদ্বিগ্ন’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন প্রধানমন্ত্রীকে চিঠি।
আরজি কর কাণ্ডে যখন দেশজুড়ে উত্তাল পরিস্থিতি; সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে লিখলেন, ‘দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় আমি অত্যন্ত চিন্তিত। আপনার দৃষ্টি আকর্ষণ করছি। উপলব্ধ তথ্য মোতাবেক, রোজ কম করেও দেশজুড়ে ৯০টির মত এমন ঘটনা ঘটে চলেছে। এমন গম্ভীর এবং সংবেদনশীল সমস্যা কেন তৈরি হচ্ছে তা নিয়ে ভাবার সময় এসেছে। সেই সঙ্গে অপরাধীদের যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় সেটিও দেখতে হবে।’
মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘আমি আরও আবেদন জানাই যাতে এই ধরনের ঘটনায় সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা এবং অন্যায় এর বিচার দ্রুততার সঙ্গে স্বার্থে ফাস্ট ট্রাক স্পেশাল কোড চালু করা উচিত।। উপযুক্ত শাস্ত্রে নিশ্চিত করতে ১৫ দিনের মধ্যেই যাতে এই ধরনের মামলার নিষ্পত্তি হয়।’