আমাদের দিকে জল ঠেললে আমিও ওদের দিকে জল ঠেলে দেব: মমতা

কলকাতার বুকে এক রাতের বৃষ্টির জেরে বানভাসি অবস্থা! বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা ঘিরে যখন শহরজুড়ে ক্ষোভ, তখনই নিউ আলিপুরে সুরুচি সংঘের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এল রাজনৈতিক প্রতিরোধের সুর।

তিনি বলেন, “যদি আবার ফিরে আসতে পারি, দেখিয়ে দেব কী করতে পারি।” তাঁর দাবি, প্রতিবছর বিহার, ফারাক্কা, উত্তরপ্রদেশ থেকে জল ঠেলে দেওয়া হয় বাংলার দিকে। “আমাদের দিকে জল ঠেললে আমিও ওদের দিকে জল ঠেলে দেব,”—এই মন্তব্যে স্পষ্ট, কেন্দ্রের ভূমিকা নিয়ে তাঁর ক্ষোভ চরমে।

মমতা জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সাড়ে পাঁচ লক্ষ পুকুর খনন করেছে, যা জল বের করে দেওয়ার ক্ষেত্রে সহায়ক। তিনি বিরোধীদেরও কটাক্ষ করে বলেন, “আয়নায় মুখ দেখে তারপর সমালোচনা করুন।”

  • কলকাতার জলজটে কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী, বললেন “আমাদের দিকে জল ঠেললে আমিও ওদের দিকে জল ঠেলে দেব: মমতা।

About The Author