নন্দীগ্রামের ফলাফল নিয়ে এবার কলকাতা হাইকোর্টে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে ওই আসনে প্রথমে মমতা জয়ী হলেও পরে শুভেন্দু জয় লাভ করেছেন বলে ঘোষণা করা হয়েছিল। বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধাযক শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করেই ইলেকশন পিটিশন দায়ের করেছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, নন্দীগ্রামে ভোটের গণনায় কারচুপির অভিযোগ তুলে সেই মামলা দায়ের করা হয়েছে। আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১ টায় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, গত ২ মে রাজ্যে বিধানসভা ভোটে গণনার শুরু থেকে নন্দীগ্রামে এগিয়ে ছিলেন শুভেন্দু। পরে কয়েকটি রাউন্ডে এগিয়ে যান মমতাও। শেষের দিকে মমতাকে জয়ী ঘোষণা করা হলেও পরে শুভেন্দুকেই জয় ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।