হাথরস কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: হাথরসের ধর্ষণের ঘটনা এবং তৃণমূল সাংসদদের উপর পুলিশি নিগ্রহের অভিযোগে প্রতিবাদ জানিয়ে শনিবার পথে নামলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে ধিক্কার মিছিল শুরু করেন তিনি। গাঁধিমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেন তিনি। বিকেল ৪টেয় শুরু হয় মমতার মিছিল। তৃণমূল নেত্রীর সঙ্গে যোগ দেন দলের বিভিন্ন স্তরের নেতা, সাংসদ এবং বিধায়করা। সঙ্গে রয়েছেন কর্মী-সমর্থকরাও। উত্তরপ্রদেশের হাথরাসে তরুণীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। যোগী আদিত্যনাথের কুশপত্তলিকা পড়ানো হল জলপাইগুড়ি শহরের থানা মোড়ে। সৈকত চ্যাটার্জী ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। উত্তর প্রদেশের নাবালিকা ধর্ষনের প্রতিবাদে গর্জে উঠেছে অন্যান্য রাজনৈতিক দলগুলিও। শনিবার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জির নেতৃত্ব একটি ধিক্কার মিছিল সমাজ পাড়া থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। পাশাপাশি রাজগঞ্জের বেলাকোবাতেও ধর্ষনের ঘটনা ও তৃণমূল সাংসদদের হেনস্থা ও নিগ্রহের প্রতিবাদে ধিক্কার মিছিল হয়। বেলাকোবা পাবলিক ক্লাব থেকে ধিক্কার মিছিল বের করা হয়৷ এই মিছিলে ধর্ষণের অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি নিয়ে এই মিছিল করা হয়। মালদাতেও ধিক্কার মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূর। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা এই বিক্ষোভ মিছিলে শামিল হয় এদিন।

About The Author