বিদেশ সফরে গিয়ে স্পেনের রাস্তায় দৌড়লেন মমতা, এক ব্যক্তিকে পিয়ানো হাতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বাজালেন ‘আমরা করব জয়’। ভিডিও ভাইরাল হল নেট মাধ্যমে।
১১ দিনের বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথে সফরসঙ্গীদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সবাইকে নিয়ে একসময় দৌড়তে শুরু করলেন তিনি। রাস্তায় শাড়ি পড়ে একজনকে দৌড়তে থমকে গিয়েছিলেন স্পেনীয় জনগন। একটু পর থমকে দাঁড়ালেন মমতা নিজেই। সামনেই পিয়ানো অ্যাকর্ডিয়ান নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর কাছে চলে যান মমতা। বাজালেন আমরা করব জয় গানের সুর। মুগ্ধ হয়ে দেখলেন মমতার সফরসঙ্গীরা। এদিন সকাল সকাল রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিক ও সফরসঙ্গী সাংবাদিকরা মমতার সঙ্গে ছিলেন।