জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল। নেপথ্যে কেন্দ্র-মমতা সংঘাত।
অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত-সহ ১২ জন বিচারপতিকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করলেও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে উত্তরীয় পরাননি। ফলে মঞ্চে উপস্থিত বিচারপতি ও অতিথিদের মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়ে।
এরপর বক্তব্য শুরুর কিছু পরেই কেন্দ্রীয় আইন মন্ত্রীকে ডেকে মুখ্যমন্ত্রী পরপর কেন্দ্রকে দোষারোপ শুরু করেন। বলেন, ‘আপনার কেন্দ্র টাকা দেয় না, তাও আমি করে যাচ্ছি …’ মূলত আইন আদালত সংক্রান্ত কাজেই কথাই বলেন তিনি। এরপর বিচারপতিদের সংবিধান রক্ষা, দেশের গণতন্ত্র রক্ষার আহ্বান করলেন। মুখ্যমন্ত্রী বললেন, কেন্দ্রের এজেন্সিগুলোকে দিয়ে ডিফেম করা হচ্ছে। আমি আমার কথা বলছি না, দেশের মানুষের নিরাপত্তা নষ্ট হচ্ছে। আপনারা (বিচারপতিরা) আমাদের বাঁচান।’
প্রথমে মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতিকে উত্তরীয় পরান, এরপর একে একে সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতিদের সম্মান জানান। কিন্তু কেন্দ্রীয় আইনমন্ত্রীকে এড়িয়ে যাওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে,এটি কি অনিচ্ছাকৃত ত্রুটি, নাকি সচেতন সিদ্ধান্ত? পরে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী আইনমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী জয় বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। বিরোধীরা অভিযোগ করেছেন, বিচার বিভাগের অনুষ্ঠানে রাজনীতির ছোঁয়া এনেছেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, “নতুন ভবনের উদ্বোধন ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বিচার ব্যবস্থার পরিকাঠামো আরও শক্তিশালী হচ্ছে।” তিনি আইনজীবীদের সাংবিধানিক ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।

