Mamata Banerjee: রোগী কল্যাণ সমিতি ভাঙ্গার ঘোষণা! জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে মুখ্যমন্ত্রী

‘আপনাদের সব দাবি বিচার করব’, জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ফেরার অনুরোধ। স্পষ্ট জানিয়ে দেন সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলা হচ্ছে।

নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মাথায় জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী। মমতা আসতে আসতেই একেবারে হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্বাস্থ্য ভবনের সামনে। বেশ কিছুক্ষণ মাইক হাতে কিছু বলার চেষ্টা করলেও চেঁচামেঁচির মধ্যে বেশ খানিকটা বেগ পেতে হয় মমতাকে। যদিও তারমধ্যেই একেবার পর এক পর পদক্ষেপের কথা বলেন মমতা। স্পষ্ট জানিয়ে দেন সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলা হচ্ছে। রোগী কল্যাণ সমিতি ভাঙছে আরজি করেও। আরও একবার বললেন, “যদি সত্যি কেউ দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। আপনারা যাঁরা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাঁদের চিনিই না। আমি তাঁদের জানি না। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁরা এসেছেন প্রসেসের মাধ্যমে। এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে। মাত্র ১ মাসের মধ্যে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে কেউ খুন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমি নিশ্চয় সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্য়াকশন নেওয়ার।”

About The Author