“থালা-বাটি বেচে হলেও পাশে থাকব”—SIR আতঙ্কে আশ্বাসের বার্তা দিলেন মমতা

কলকাতা: SIR ইস্যু নিয়ে রাজপথে মমতা-অভিষেক! ২০০২ সালের ভোটার তালিকা নিয়ে আতঙ্কে রাজ্যবাসী। মমতা বললেন, “থালা-বাটি বেচে হলেও আপনাদের পাশে থাকব, হক কেড়ে নিতে দেব না।”

পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। এই তালিকা ২০০২ সালের ভোটার রেকর্ডের ভিত্তিতে তৈরি হওয়ায় বহু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে—যাঁদের নাম নেই, তাঁরা ভোটাধিকার হারানোর আশঙ্কায় ভুগছেন। ইতিমধ্যে রাজ্যে কয়েকটি আত্মহত্যার অভিযোগও উঠেছে।

এই পরিস্থিতিতে কলকাতার জোড়াসাঁকোতে এক মহামিছিল শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা থাকতে বাংলার একজন যোগ্যরও নাম বাদ দিতে দেব না। প্রয়োজনে নিজেদের জীবনের রক্ত দিয়ে হলেও তা রক্ষা করব।” তিনি আরও বলেন, “মনে রাখবেন, আমরা থালা-বাটি বেচে হলেও আপনাদের সাহায্য করব। আমাদের ভোট আমাদের অধিকার। এই হক আমরা কেড়ে নিতে দেব না।”

মমতা জানান, ২০০২ সালের তালিকায় যাঁদের বাবা-মায়ের নাম নেই, তাঁদেরও ভোটার হিসেবে যোগ্যতা প্রমাণের সুযোগ থাকবে। শুধু সার্টিফিকেট নয়, অন্যান্য নথিও গ্রহণযোগ্য হবে। তিনি রাজ্যবাসীকে বিজেপির ক্যাম্পে না যাওয়ার পরামর্শ দেন এবং বলেন, “ভয় পাবেন না, দিদি আছে।”

About The Author