মুখ্যমন্ত্রীর বাড়িতেই করোনা আক্রান্ত! ‘ছোট ভাই বাইরে ঘুরে বেড়াচ্ছে, বকে দিয়েছি’: মমতা

‘আমার ছোট ভাইয়ের বউয়ের করোনা হয়েছে, আর ছোট ভাই বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটাতে আমি ক্ষুব্ধ, বলে দিয়েছি বাইরে না বেরোতে’, সাংবাদিক বৈঠকের মাঝেই বলে বসলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন, বাড়িতে কারও কোভিড হলে বাকি সদস্যদেরও বাইরে বেরনো উচিৎ নয়। এই কথা বলার সময় তিনি জানান, তাঁর নিজের বাড়িতেই এমন ঘটনা ঘটেছে। করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর ছোট ভাইয়ের বউ। এ দিকে, বাইরে ঘুরে বেড়াচ্ছেন ছোট ভাই। এই ঘটনায় তিনি ক্ষুব্ধ, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

করোনা বাড়লে আরও কড়া বিধিনিষেধ জারি করা হতে পারে, নবান্ন থেকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ রুখতে কড়া করোনাবিধি মেনে চলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অনেকেই মাস্ক পড়ছেন না, এব্যাপারে পুলিশকে আরও কড়া হতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি জানান, আগামী ১৫ দিন পরিস্থিতি খারাপ হলে কড়া বিধিনিষেধ জারি কড়া হতে পারে রাজ্যে।

বৃহস্পতিবার মমতা বলেন, ‘আগামী ১৫টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এই ক’টা দিন ভালো করে টেক কেয়ার করুন। নিজেদের সুস্থ রাখুন, বাজারে গেলে হাত – পা না ধুয়ে বাড়িতে প্রবেশ করবেন না। বিধিনিষেধ পুরোপুরি মানুন। এতে যদি দেখি আরও বাড়ছে তখন আরও কড়া বিধিনিষেধ হতে পারে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘জেনে বুঝেও অনেকে মাস্ক পরছেন না। অনেকে মাস্ক পকেটে নিয়ে ঘুরছেন, পুলিশকে বলবো একটু কড়া হতে। তবে ধরপাকড় করে সমস্যার সমাধান হবে। মানুষকে সতর্ক হতে হবে।’ যদিও নবান্নে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি মমতা।

About The Author