কলকাতা: এমাসের ২২ অগস্ট থেকে কলকাতায় একসঙ্গে চালু হচ্ছে তিনটি নতুন মেট্রো রুট—গ্রিন, অরেঞ্জ ও ইয়েলো লাইন। এই ঐতিহাসিক দিনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
চিঠিতে শুধু অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধই নয়, পশ্চিমবঙ্গে চলমান রেল প্রকল্পগুলির খরচ ও কেন্দ্রীয় বরাদ্দের বিস্তারিত তালিকাও পাঠানো হয়েছে। সূত্র বলছে, রেলমন্ত্রকের শীর্ষ কর্তারা নবান্নে ফোন করে আমন্ত্রণ পাঠানোর নিয়মও জানতে চেয়েছেন। ফলে আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছতে পারে সেই আমন্ত্রণপত্র।
তবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে টানাপড়েন চলছে—১০০ দিনের কাজ, আবাস যোজনা, পানীয় জল প্রকল্পের টাকা বন্ধ রাখা, কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভূমিকা নিয়ে অভিযোগ—সব মিলিয়ে সম্পর্ক বেশ জটিল। এই পরিস্থিতিতে মোদী-মমতা এক মঞ্চে দেখা যাবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।
নবান্ন এখনও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে কিছু জানায়নি। যদিও জানা গেছে, মমতা আমন্ত্রণপত্রের বিষয়টি জানেন, তবে কোনও প্রতিক্রিয়া দেননি। আমন্ত্রণে প্রকল্পের খরচের খতিয়ান থাকায় তা কীভাবে নেবেন মুখ্যমন্ত্রী, তা নিয়েও চিন্তায় প্রশাসনের একাংশ।
তবে যেহেতু এই প্রকল্পগুলির সূচনা হয়েছিল মমতার রেলমন্ত্রী থাকার সময় (২০০৯-১১), সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেই মনে করছেন কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা।
নতুন পরিষেবাগুলির মধ্যে রয়েছে—রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সরাসরি যাত্রা, এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট। ফলে শহরের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম ও বিমানপথ—তিন দিকেই মেট্রোর সুবিধা মিলবে একসঙ্গে।