সীমান্তে উত্তেজনার মধ্যে BSF-কে জমি দেওয়ার সিদ্ধান্ত মমতা সরকারের

কলকাতা: বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে অভিযোগ ছিল বিজেপির। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সেই পরিস্থিতিতে বিএসএফ-কে জমি দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল মমতার সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নদিয়ার করিমপুরে আউটপোস্ট তৈরি করার জন্য বিএসএফ-কে প্রায় ১ একরের মত জায়গা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের অগাস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সীমান্ত দিয়ে বাংলায় অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। এমনকি, কয়েকটি জায়গায় বিএসএফ কাঁটাতারের বেড়া বসাতে গেলে বিজিবির তরফে বাধা দেওয়া হয়। মালদার শুকদেবপুরে কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ভারতে ঢুকে ফসল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশি দুষ্কৃতীরা। সেই আবহেই এবারের প্রজাতন্ত্র দিবস সেখানে গিয়ে উদযাপন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, তিনি ও তাঁর দলের কর্মচারীরা বিএসএফ-কে আক্রমণ করছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ৫৯৬ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। রাজ্য সরকার জমি দিচ্ছে না। জমি অধিগ্রহণের জন্য কৃষকদের দাবি মতো টাকা দিতে প্রস্তুত কেন্দ্র।

শুভেন্দুর আক্রমণের ২৪ ঘণ্টা কাটার আগেই এদিন মন্ত্রিসভার বৈঠকে নদিয়ার করিমপুরে আউটপোস্ট করার জন্য বিএসএফ-কে জমি দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হল। কয়েকদিন আগেই নদিয়া টুঙ্গি সীমান্তে ৪টি বাঙ্কারের খোঁজ পাওয়া গিয়েছে। অনুপ্রবেশের ছক কষে বাঙ্কারগুলি তৈরি করা হয়েছিল কি না, সেই প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে করিমপুরে বিএসএফ-কে আউটপোস্ট করার জন্য ০.৯ একর জমি দেবে রাজ্য। ওই জমিতে আউটপোস্ট হলে সীমান্তে নজরদারিতে বিএসএফের আরও সুবিধা হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

About The Author