তৃণমূল প্রধান হিসেবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা

সোমবার চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত জি২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ছাড়াও রাজধানীতে আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সঙ্গে একক সাক্ষাতের সম্ভাবনা নেই যদিও। রাজ্যর মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তৃণমূলের প্রধান হিসাবে বৈঠকে যোগ দেবেন মমতা।

সোমবার বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি ভবনে জি২০-র প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওই সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের ওই বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে মোদী-মমতা সাক্ষাৎ হলেও আলাদা করে কথা হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে পরে দু’জনের মধ্যে বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে রাজস্থানের আজমের শরীফ ও পুষ্করের ব্রহ্মা মন্দির দেখতে যাবেন মুখ্যমন্ত্রী।

রবিবার টুইট করে ফেলে আসা আন্দোলনের কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। জানালেন সে দিন তাঁর অনশন শুধু সিঙ্গুর নয়, গোটা দেশের কৃষকদের স্বার্থের জন্য ছিল। একই সঙ্গে লিখেছেন, ‘শক্তিমানের কাছে অসহায় মানুষের জন্য লড়াই আমার নৈতিক কর্তব্য। সেই লড়াই আমার জীবনী শক্তি। আমি কখনওই জনগণের প্রাপ্য অধিকারকে প্রশ্নের মুখে যেতে দেব না।’

About The Author