মমতা ৫ লক্ষ, অভিষেক ১ লক্ষ! উত্তরের ত্রান তহবিলে অর্থ সাহায্য মন্ত্রীদেরও

উত্তরবঙ্গের বিপর্যয়ে তহবিলে অর্থসাহায্য: মমতা দিলেন ₹৫ লক্ষ, অভিষেক ₹১ লক্ষ, এবার মন্ত্রীরাও এগিয়ে

কলকাতা: উত্তরবঙ্গের আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রীরাও এগিয়ে এলেন অর্থসাহায্যে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ৫ লক্ষ টাকা দিয়েছেন রাজ্য দুর্যোগ তহবিলে। তাঁর আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ টাকা অনুদান দেন।

এবার সেই পথেই হাঁটছেন রাজ্যের মন্ত্রীরা। তৃণমূলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক মন্ত্রীকে তাঁদের বেতন থেকে ১ লক্ষ টাকা করে জমা দিতে হবে তহবিলে। দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ ও উপমুখ্য সচেতক দেবাশিস কুমারকে এই বার্তা পাঠানো হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, “এই মনুষ্যসৃষ্ট দুর্যোগে যাঁরা সব হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সকলকে আহ্বান জানাই, উদারভাবে এগিয়ে আসুন।”

মুখ্যমন্ত্রীও উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলেন, “ভুটান থেকে জল ছাড়ার কারণেই এই বিপর্যয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৫ লক্ষ করে দেওয়া হবে। যাঁদের ঘরবাড়ি ভেঙেছে, সরকার তা পুনর্নির্মাণ করবে।”

অন্যদিকে, বিজেপি বিধায়করা তাঁদের এক মাসের বেতন দান করেছেন দলীয় তহবিলে। মৃতদের পরিবারকে ২ লক্ষ করে দেওয়ার ঘোষণা করেছে বিজেপি।

উল্লেখ্য, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টিতে ধস ও প্লাবনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (WBSMDA) মাধ্যমে এই তহবিল সংগ্রহ করছে।

About The Author