টাকা আকাশ থেকে পড়বে না। আমায় পছন্দ না হলে আমার মুণ্ড কেটে নিন এর থেকে বেশি আমার থেকে পাবেন না’ DA নিয়ে বিক্ষুব্ধ বার্তা মমতার।
কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র দাবিতে চলছে অবস্থান বিক্ষোভ। সোমবার সেই বিক্ষোভ মঞ্চে গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরই কার্যত গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্য বেশি ছুটি দেয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘৯৯ শতাংশ ও ৬ শতাংশ মিলিয়ে রাজ্যে ১০৫ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে।’
রাজ্যের আর্থিক অসুবিধার কথা জানাতে গিয়ে মমতা বলেন, ‘টাকা নেই। আবাসন, রাস্তা, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। মুসলিম ছেলেমেয়েদের টাকা বন্ধ করে দিয়েছে।’
মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় জানান, ত্রিপুরা ও উত্তর প্রদেশ ডিএ দেয় না। একই সঙ্গে তিনি বলেন, ‘টাকা আকাশ থেকে পড়বে না।’ রাজ্য সরকারি কর্মচারীরা আর কী কী সুবিধা পান তা উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘দশ বছরে একবার সরকারি কর্মচারীদের শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাইল্যান্ড যাওয়ার সুযোগ দিয়েছি।’
মুখ্যমন্ত্রী বাম আমলের প্রসঙ্গও টেনে বলেন, ‘সিপিএম আমলের ডিএ বাকি ছিল। ৩৪ বছরে পুরো ডিএ দেয়নি। ৯৯ শতাংশ ও ৬ শতাংশ মিলিয়ে আমরা ১০৫ শতাংশ ডিএ দিয়েছি।’