নিজ হাতে ভোগ রন্ধন মমতার, যজ্ঞে অভিষেক! মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় ঘরোয়া ঐতিহ্য

কলকাতা: কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো এবারেও ঘরোয়া অথচ আভিজাত্যে ভরপুর। পুজোর সমস্ত আয়োজনের দায়িত্ব নিজেই সামলান তিনি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

সাদা তাঁতের শাড়িতে সজ্জিত মুখ্যমন্ত্রী নিজ হাতে রাঁধলেন ভোগের খিচুড়ি, লাবড়া, পায়েস। রান্নাঘরে তাঁকে সহযোগিতা করেন তাঁর ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মূল যজ্ঞে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোহিতের পাশে বসে তিনি সম্পূর্ণ বিধি মেনে যজ্ঞ করেন।

এই পুজো শুরু হয়েছিল মমতার মায়ের হাত ধরে। এখন সেই ঐতিহ্য বহন করছেন মমতা নিজে।

পুজোয় উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা, শিল্পোদ্যোগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তৃণমূল নেতৃত্ব। অতিথিদের মধ্যে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার, শিল্পপতি হর্ষ নেওটিয়া, অভিনেত্রী জুন মালিয়া, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী এবং অভিষেকের দুই সন্তান।

আলোর মালা, ফুলের সাজ, এবং ভোগের গন্ধে মুখর ছিল কালীঘাটের আশপাশ। উৎসবের আবহে রাজনৈতিক সৌজন্য ও পারিবারিক ঐতিহ্য মিলিয়ে এক অনন্য ছবি তুলে ধরল এই কালীপুজো।

About The Author