মোদীকে কাছে পেয়ে রাজ্যপালের নামে নালিশ ঠুকলেন মমতা, বললেন, কেন্দ্রের সঙ্গে পরামর্শ করেই কাজ করি, উনি কিছু না জেনেই কাজে বাধার সৃষ্টি করেন। হাসপাতালের ক্যাম্পাস উদ্বোধনে এসে প্রধানমন্ত্রীকে মমতা বললেন, ‘ওই ক্যাম্পাস আমরা আগেই উদ্বোধন করে দিয়েছি।’ শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে কাছে সোজা রাজ্যপালের নামে নালিশ ঠুকলেন মমতা।
মমতার অভিযোগ, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপাল না জেনেই প্রশ্ন করেন। মমতা বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কেন্দ্রের পরামর্শ মেনে চলার চেষ্টা করি।’ শুক্রবার এই ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর কাছে মেডিক্যাল কলেজগুলিতে সিট বাড়ানোরও আবেদন জানান মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি রাজ্যে আরও আইএএস ও আইপিএস আধিকারিক নিয়োগের বিষয়েও দাবি জানান তিনি।
ক্যাম্পাস উদ্বোধনে তাঁকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর সময় তাঁর পদবি বলতে ভুলে যান সঞ্চালিকা। তাঁকে মৃদু কটাক্ষ করে মমতা বলেন, ‘সঞ্চালিকাকে ধন্যবাদ। তবে তিনি হয়তো আমার পদবি ভুলে গিয়েছেন। সেটা নার্ভাসনেস থেকেও হতে পারে।’

