২০৩৬ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাই: কুণাল ঘোষ

কুণালের কথায়, ‘বলে রাখি- জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই।’

কলকাতা: কালীপুজোর উৎসবের আবহে রাজনীতির পারদ চড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ২০৩৬ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন।”

শুধু তাই নয়, তিনি আরও লেখেন, “জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা। তাঁর আশীর্বাদেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু হবে।”

এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজেপি নেতাদের একাংশ বলছেন, “তৃণমূল এখন ভবিষ্যদ্বাণীর রাজনীতি করছে।” সিপিএমের তরফে বলা হয়েছে, “গণতন্ত্রে কেউ মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ নির্ধারণ করে দিতে পারে না।”

তবে তৃণমূলের একাংশের মতে, কুণাল ঘোষের বক্তব্য দলের আত্মবিশ্বাসের প্রতিফলন। তাঁদের মতে, “মমতা বন্দ্যোপাধ্যায়ই এই মুহূর্তে বাংলার উন্নয়ন, শান্তি ও মানবিক রাজনীতির প্রতীক।”

অন্যদিকে, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রতি বছরের মতো এবারও হয়েছে শ্যামা আরাধনা। নিজে ভোগ রান্না থেকে আলপনা আঁকা—সবেতেই সরাসরি অংশ নিয়েছেন মমতা।

About The Author