ইউক্রেন থেকে বাংলার ৪০০ পড়ুয়াকে ফিরিয়ে এনেছি: মমতা

‘ইউক্রেনে যুদ্ধ লাগিয়ে ছাত্রদের পড়া বন্ধ করেছে, বাংলার ৪০০ ছাত্রকে আমরা ফেরত এনেছি’, পাহাড়ে বললেন মমতা। মঙ্গলবার দার্জিলিংয়ে প্রশাসনিক সভায় মমতা আরও বলেন, প্রায় ১৭ হাজার ছাত্র-ছাত্রী পড়া ছেড়ে দেশে ফিরেছে, তারা যাতে দেশের কলেজে পড়তে তার জন্য কেন্দ্র অনুমতি দিচ্ছে না। বাংলাকে অনুমতি বাংলা বিনামূল্যে পড়াতে পারে। পাশাপাশি, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, সাধারণ মানুষ কি বিজেপি খাবে? দেখুন ভিডিও

পেট্রল-ডিজেল-গ্যাসের দাম বাড়াচ্ছে, আমজনতা কি BJP খাবে? মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ মমতার। তাঁর অভিযোগ, ভোটের আগে দার্জিলিংয়ে এসে উল্টো-পাল্টা বোঝায়, ভোট হয়ে গেলেই আর দেখা নেই। উত্তরপ্রদেশে ভোটে জেতার পরই পরপর পেট্রলের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার। উত্তরবঙ্গ সফরে দার্জিলিংয়ে প্রশাসনিক সভায় আরও কি বললেন মুখ্যমন্ত্রী। দেখুন ভিডিও

About The Author