কলকাতা: উত্তরবঙ্গের অতিবৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত পরিস্থিতি ঘিরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার থেকে দুর্গত এলাকায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুধবার কলকাতায় ফিরে তিনি বলেন, “ভোটের জন্য টাকা আছে, ত্রাণের জন্য নেই—এটাই এখনকার সরকারের নীতি। দুর্যোগের মধ্যেও কুৎসার রাজনীতি চলছে।”
নাগরাকাটায় আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুর বিষয়ে সংবেদনশীল মন্তব্য করে মুখ্যমন্ত্রী জানান, “আমি গিয়ে দেখে এসেছি, আরোগ্য কামনা করেছি।” তবে প্রশ্ন তোলেন, “বন্যার সময় দুর্গত এলাকায় ৩০-৪০টি গাড়ি নিয়ে যাওয়া কি ঠিক ছিল?” তাঁর মতে, ত্রাণ নিয়ে গেলে জনরোষ হতো না, এমনি দেখতে যাওয়াতেই দুঃখজনক ঘটনা ঘটেছে।
এছাড়া, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা নিয়েও সরব হন তিনি। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “সবটাই চলছে অমিত শাহের নির্দেশে, যেন উনিই অ্যাক্টিং প্রাইম মিনিস্টার!” এখানেই থেমে না থেকে, অমিত শাহকে ‘বড় মীরজাফর’ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
‘সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। দেখবেন, একদিন উনিই সবচেয়ে বড় মীরজাফর হয়ে যাবেন’, প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ করে বলেন মুখ্যমন্ত্রী মমতা।
ত্রিপুরায় তৃণমূল নেতাদের হেনস্থার অভিযোগ নিয়েও তিনি জানান, প্রতিনিধি দলকে আটকালে তিনি নিজেই যাবেন ত্রিপুরায়। তাঁর মন্তব্যে স্পষ্ট, কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তিনি কোনওরকম আপস করতে রাজি নন।