‘SIR নয়! বাংলায় NRC করার চক্রান্ত চলছে, ধিক্কার জানাই বিজেপি পার্টিকে’: মমতা

নির্বাচন কমিশনের SIR-এর আড়ালে বাংলায় NRC চালু করার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ধিক্কার জানালেন।

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) শুরু হওয়ার আগেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, “SIR নয়, এটা NRC করার চক্রান্ত।”

নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বিজেপি পার্টি অফিসে বসে পরিকল্পনা করছে, কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারাচ্ছে। গণতন্ত্রে সরকার ও বিরোধী দুই দল থাকে, কিন্তু এখানে মানুষের অধিকার হরণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বন্যায় বহু মানুষের কাগজপত্র হারিয়েছে, অনেকে বাইরে আছেন। তাঁদের নাম বাদ যাবে? NRC-এর নামে মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু, গোর্খা—সব সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।”

মমতা দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রীরা আগেই ঘোষণা করেছেন যে দেড় কোটি ভোটারের নাম বাদ যাবে। “এটা আগুন নিয়ে খেলা। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করেন না,”—বলেন তিনি।

তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, “কমিশন BLO-দের ডেকে হুমকি দিচ্ছে। এটা ফিল্ড সার্ভে নয়, এটা শো অফ।”

About The Author