কলকাতা: নেপালে চলমান ছাত্র-যুব আন্দোলন, সমাজমাধ্যম নিষেধাজ্ঞা ও প্রধানমন্ত্রীর পদত্যাগের আবহে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নেপাল আমার দেশ নয়। এই বিষয়ে মন্তব্য করতে পারি না। প্রতিবেশী দেশ বলে আমরা তাকে ভালোবাসি। এখন ভারত সরকার কিছু বললে তবে কিছু বলব।”
তিনি আরও জানান, শিলিগুড়ি, কালিম্পঙ-সহ নেপাল সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, “আমাদের প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকি। শান্তি থাকুক।”
এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে, বিদেশনীতি কেন্দ্রীয় সরকারের বিষয়, রাজ্য সরকার হস্তক্ষেপ করবে না।
উল্লেখ্য, নেপালে সমাজমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে প্রাণ হারিয়েছেন বহু তরুণ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। উত্তেজনার আবহে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।