কলকাতা: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানার পর রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা। বৃহস্পতিবার সকাল থেকেই তল্লাশি অভিযান চলার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং অভিযানের বিরুদ্ধে সরব হন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘নোংরা হোম মিনিস্টার হোয়াটসাপে নির্দেশ দিয়ে এই কাণ্ড করেছে।’ পড়ে একটি অনুষ্ঠানেও বলেন, ‘পার্টির পরিকল্পনা, অসহায় মানুষের তথ্য সব চুরি করে নিয়ে গেছে’, “মিথ্যে কেস সাজিয়ে চুরি করতে এলে প্রতিবাদ করব না? আঘাত করলে প্রত্যাঘাত হবেই।” তিনি স্পষ্ট জানান, এই ধরনের অভিযানের বিরুদ্ধে তিনি সরাসরি আন্দোলনে নামবেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, শুক্রবার কলকাতার রাজপথে তিনি নিজে মিছিল করবেন।
তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সংস্থার এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে বিরোধী শিবিরকে ভয় দেখানোর জন্যই এই পদক্ষেপ। অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, তদন্তের স্বার্থেই অভিযান চলছে, তৃণমূল অযথা রাজনৈতিক রং দিচ্ছে। প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা এবং মমতার প্রতিবাদে পথে নামার ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

