কলকাতা: নিউটাউনে বিশ্বের বৃহত্তম ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর হেরিটেজ সম্মানকে চিরস্থায়ী করতে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে। প্রায় ১৭ একর জমিতে ২৬২ কোটি টাকার ব্যয়ে তৈরি হবে এই সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে সারা বছর দুর্গাদর্শন সম্ভব হবে।
শিলান্যাস অনুষ্ঠানে বিরোধীদের তোষণ-বাণের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে বলেন আমি তুষ্টিকরণ করি। কিন্তু আমি তুষ্টিকরণ করি না। আমি প্রকৃত সেক্যুলার। অর্থাৎ সর্বধর্ম সম্বন্বয়।” তিনি আরও বলেন, “যখন আমি গুরুদ্বারায় যাই মাথায় কাপড় দিয়ে ঢেকে যাই, তখন তো প্রশ্ন করা হয় না। কিন্তু আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন?”
মমতা জানান, প্রতিটি ধর্মেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে এবং তিনি সব ধর্মের অনুষ্ঠানেই অংশ নেন। তাঁর কথায়, “দুর্গা অঙ্গন হবে এক সাংস্কৃতিক মিলনস্থল, যা দেশ-বিদেশের পর্যটকদের কাছে বাংলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য তুলে ধরবে।” বিরোধীরা অভিযোগ তুলছে, মুখ্যমন্ত্রী ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছেন। অন্যদিকে তৃণমূল শিবির বলছে, মমতার বক্তব্যই বাংলার বহুত্ববাদী সংস্কৃতির প্রতিফলন।

