জলপাইগুড়ি: ‘বিপর্যয়ের মুখে সংবিধান’, প্রধান বিচারপতির সামনেই গণতন্ত্র রক্ষার আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সংবিধান ও গণতন্ত্র রক্ষার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা।
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সংবিধানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হবে। গণতন্ত্রকেও বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। আমাদের ইতিহাস-ভূগোল, সীমান্ত সব যেন সুরক্ষিত থাকে।” তিনি অভিযোগ করেন, কিছু এজেন্সি মানুষের ভাবমূর্তি নষ্ট করছে এবং ইচ্ছাকৃতভাবে অপমান করছে। তাঁর বক্তব্য, “আমি আমার জন্য বলছি না। গণতন্ত্রকে বাঁচান, মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আমরা আপনার কাস্টডিতে আছি। আপনি রক্ষা করুন।”
এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সামনেই কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে ইতিমধ্যেই ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছে, যার মধ্যে ৫২টি মহিলাদের জন্য, ৭টি পসকো কোর্ট, ৮টি লেবার কোর্ট এবং ১৯টি মানবাধিকার কোর্ট রয়েছে। কেন্দ্র ফান্ড বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারই ১,২০০ কোটি টাকা খরচ করে এই প্রকল্পগুলি সম্পন্ন করেছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরবঙ্গের মানুষের জন্য এই দিনটি ঐতিহাসিক। নতুন ভবনটি কলকাতা হাই কোর্টের থেকেও বড় এবং এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।

