কলকাতা: এবার SIR নিয়ে বইমেলায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বই ‘স্যার, ২৬-এ ২৬’। SIR ইস্যুতে প্রাণ হারানোদের উদ্দেশে লেখা ২৬টি কবিতা।
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতার বই ‘স্যার, ২৬-এ ২৬’। বইটি মূলত SIR ইস্যুতে প্রাণ হারানো মানুষদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য। বইয়ের মুখবন্ধেই তা স্পষ্ট করা হয়েছে।
ভূমিকায় মমতা লিখেছেন, “বঙ্গবাসীর জীবন তছনছ করে দিয়েছে বললেও কম বলা হয়। একটা মহল থেকে ক্রমাগত ভয় দেখানো চলছে সাধারণ মানুষকে। ফলে আতঙ্ক আর মৃত্যুমিছিল।” তিনি আরও উল্লেখ করেছেন, দিল্লির শাসক মহল দু’ বছরের কাজ দু’ মাসে শেষ করার নির্দেশ দিয়েছে, যা তিনি ‘অত্যাচার’ বলে অভিহিত করেছেন।
বইটিতে মোট ২৬টি কবিতা রয়েছে। কবিতাগুলির নামও প্রতীকী— আতঙ্ক, লজ্জা, কুম্ভীরাশ্রু, ভাষার শিকার, লাশঘর, বিচার, বিদ্বেষ, লড়াই, শুধু ওরা থাকবে ইত্যাদি। প্রতিটি কবিতায় SIR-এর কারণে সাধারণ মানুষের ভয়, ক্ষোভ ও প্রতিবাদের আবেগ ফুটে উঠেছে।
বইমেলায় প্রকাশের পর পাঠক ও রাজনৈতিক মহলে বইটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, কবিতার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক প্রতিবাদকে সাংস্কৃতিক রূপ দিয়েছেন।

