Mamata Banerjee: ‘আমাকে দেখে চোর বলা, ভোট না থাকলে জিভ টেনে নিতাম’

জলপাইগুড়িতে চালসা যাওয়ার পথে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। স্লোগান দিয়েছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেই ঘটনার পরই বিভিন্ন সভা থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী।

ডাবগ্রাম-ফুলবাড়ির সভায় চোরের পাল্টা পকেটমার খোঁচা দিয়েছিলেন মমতা। মঙ্গলবার ময়নাগুড়ির সভা থেকে সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ভোট চলছে, সুযোগ থাকলে ওদের জিভ টেনে নিতাম। যদিও একথা বলা সমীচীন নয় বুঝতে পেরে পরক্ষনেই মঞ্চ থেকে বলেন, সুযোগ থাকলেও কারও জিভ ছিঁড়ে নেব না তাই বলে।

মমতা বলেন, এত বড় সাহস, আমার গাড়ি দেখে বলে চোর চোর। ভোট না থাকলে ওদের জিভ টেনে নিতাম।

 

About The Author