‘আমিও গোয়ার সন্তান, সাইনবোর্ড হতে আসিনি’, গোয়া সফরে মুখ্যমন্ত্রী

নজরে গোয়ার বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গে ৫ দিনের সফর শেষে গতকালই বিকেলে তিনদিনের সফরে গোয়ায় গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন গোয়ার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়, সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি’।

পশ্চিমবঙ্গের উন্নয়নের খতিয়ান তুলে ধরে গোয়ার বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে সুযোগ দেওয়ার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২-এ গোয়ায় বিধানসভা ভোট। গোয়া দখলে আশাবাদী তৃণমূল। অন্যদিকে, গোয়ার বিজেপি সরকার তৃণমূলকে বহিরাগত হিসেবেই দেখছে।

About The Author