বোলপুরে তৃণমূলের মিছিলের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অনুব্রত মণ্ডল। দলনেত্রীর হাতে তুলে দিলেন চপ, মুড়ি-পেঁয়াজি।
সোমবার বোলপুরে বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মিছিলে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে রবিবার রাত থেকেই। মুখ্যমন্ত্রীর আগমনের পরই রাঙাবিতান গেস্ট হাউসে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছে যান বহু আলোচিত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বল্লভপুরে রাঙাবিতানে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন অনুব্রত, সঙ্গে ছিলেন বোলপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। যদিও অনুব্রত সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে বেরিয়ে যান, মন্ত্রী জানান—মুখোমুখি সাক্ষাৎ হয়েছে মমতা ও অনুব্রতর মধ্যে।
সূত্র বলছে, মুখ্যমন্ত্রীর হাতে তিনি নিজের জেলা বীরভূমের মুড়ি, চপ ও পেঁয়াজি তুলে দেন। সদ্য ফোনে কুকথার ঘটনার পরে ক্ষমা চেয়ে দলীয় হাইকমান্ডের ক্ষোভ সামলে আবারও প্রাক্তন ‘বীরভূমের বাঘ’ যেন নিজের জায়গা ফিরে পেতে চাইছেন। জেলা সভাপতি পদ না পেয়ে অনুব্রতকে রাখা হয়েছে কোর কমিটিতে, যেখানে রয়েছেন কাজল শেখও—যাঁর সঙ্গে অনুব্রতের জুটি বরাবর আলোচিত।
রাজনৈতিক মহলে জল্পনা, এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্য? নাকি, বীরভূমে অনুব্রতর প্রভাব এবং ভূমিকা ঘিরে ফের কোনো বার্তা দিতে চলেছেন দলনেত্রী? সোমবারের মিছিল শুধু ভাষার মর্যাদা রক্ষার বার্তা নয়—ভেতরে ভেতরে বীরভূমে তৃণমূলের ভবিষ্যত রণনীতি ঠিক হওয়ার সম্ভাবনাও বাতিল করছে না বিশেষজ্ঞরা।